গুমরে কাঁদি দুঃখ রাতে তোর আদরে মুখটি ঢেকে;
মন খারাপে কারণগুলো তোর কাছেতে দেবই এঁকে।
আমার কাছে সূর্য-তারা লজ্জাহাসি এ জীবনের;
লুকিয়ে রাখি তোর সে নাম ভালোবাসায় এই মনের।
তোর কাছেতে অট্টহাসি তোর কাছেতে চোখের জল-
আমিই না কি অপেক্ষাতে কখন আসে ঝড়-বাদল।
তুই আমার জীবনঘর, জীবনপথে সকল রেখে।
আমিই ভাবি তোর সে কথা ঘুমের আগে, ঘুমের পরে;
তোকে দেখেই শান্ত হই, কান্নাহাসির আদর ভিড়ে।
তোর কাছেতে জমানো আছে আমার লেখা কাব্যকথা
লাল কালিতে একশ চিঠি মন খারাপে সে লজ্জাটা।
দুঃখ রাতে তোর সে কথা মনের মাঝে আদর মেখে।