গোপনে চলেছি প্রিয় ভালোবাসা টানে-
তোমাকে মাতাব আজ নগরের গানে।


সোহাগে গেঁথেছি মালা বকুল প্রিয়
তোমার কণ্ঠখানি মোর কাছে দিও;
পরাব বাঁধন প্রীতি নব অনুমানে।


সূর্য ডুবেছে দেখি দূর সীমানায়
দুজনে মিশেছি যেন মন মোহনায়;
ভেবে গেছ কত কিছু চেয়ে আঁখি পানে।