তোমার মুখের কত শোভা
তোমার ডাগর চোখ মাঝে;
গোপন তারায় কী যে লেখো
আমি মরি! মরি বন্ধু লাজে।


তুমি যে চেয়ে আকাশ দেখো
আমি দেখি শুধু তোমাকেই;
ঘুরে ঘুরে নজর ফেরাও
নানা রূপে দেখি সাহসেই।
তোমার রূপের ধারা এসে
আমাকে ডোবালো কোন কাজে।


তোমার ভুবনভোলা চোখে
লেখা আছে প্রণয় সৃজন;
তোমাকে দেখার সেই কালে
ও চোখে দেখেছি আমন্ত্রণ।


আমি চাইব না,  চাইব না
চাইব না আর ওই চোখে;
চোখের মাঝে আগুনমালা
নেভাব বলো কার সম্মুখে!
আমি এসে দেখিব তোমায়
আমার সকাল এই সাঁঝে।