ঘুমাও তুমি বৃষ্টিরানি ঘুমের আদর মেখে!
তোমার মুখে আমার কথা সকল আদর ঢেকে।


আজকে তুমি তোমার ঘরে ঘরের জানলা খুলে-
ঘুমিয়েছ নীল চাদরে দরজাখানি ভুলে;
তোমার মাথার চুলগুলি সব ঝরে বিছানায়-
তোমার শরীর একলা হতে আমার কিনারায়।
তোমার ঘরে একলা বিকেল একলা তোমার রেখে।


তোমার দেহে নবীন পোশাক গয়না রাশিরাশি
তোমার সুখের স্নিগ্ধজ্যোতি আমিই ভালোবাসি!
একলা হতে আজ দুপুরে সবই তোমার কাছে
তোমার বলার অনেক কথায় আমার জানা আছে।
তোমার সকল আপন কথা যাবই আমি লিখে।


ঘুমিয়ে পড়ো বৃষ্টিরানি আমার কথা ভেবে-
তোমার চোখে স্বপ্ন থাকুক নবীন অনুভবে;
আজকে প্রথম ঠান্ডাবাতাস অক্টোবরের দিন
তুমি আমায় স্বপ্ন দেখাও স্বপ্ন সে রঙিন।
তোমার চুলে বিনুনি দিই প্রজাপতি এঁকে।
          --------