শ্রাবণবেলায় বন্ধ আমার দোর;
তোমার নামে ঘুম ভেঙ্গেছে মোর।
ভাবতে আমি ভেবেই চলি ভাবার তো নাই শেষ
সকাল থেকে নিশি আসে নিশির অবশেষ
ভাবতে ভাবতে বুঝি কখন আসে কাছে ভোর।
কবে চেয়ে দেখি আমি ওই সোনার বদনখানি
এখনও তুমি আমার মনেত আছ আমার রানি
কোন প্রশ্নের আজ নেইতো উত্তর।
তুমি যদি ফিরে আসো আজ
পড়াব বসনে সেই নব সাজ
প্রেম আলাপ করিব জাগি নিশি ভোর।