ঘাটে আজ বাইব তরী তোমায় নাওয়ে বসাইয়ে
খোপাটি বাঁধিব তোমার গাছের ফুল খসাইয়ে।


নদী বহে রুনু ঝুনু
নৌকা বহে ভালো
আমার নাওয়ের মধ্যই খানে দেখি চাঁদের আলো।
আজকে আমি ভেসে যাব তোমাতে গা মেশায়ে।
খোপাটি----


**অসম্পাদিত