এখনও কি তুমি বসে থাকো
বাঁধানো পুকুর পাড়ে;
ঘাসফুলগুলি তুলে নিয়ে
ফেলে দাও ছুড়ে ছুড়ে।


বৃষ্টি এলে ভেজো কি তুমি
এখনও আগের মতো;
কদমের ফুল তুলে আনো
আঁচলেতে শতশত।
আমায়  দেখে পালিয়ে যেতে
তুমি এসে এক দৌড়ে।


এখনও কি  ভয়ে কেঁদে ফেল
আনন্দেতে হাসো;
আপন মনেতে সাদা হাস
নিজেকেই ভালোবাসো।
জানালায় বসে শুধু দেখো
আপনার এই ঘরে।