*************গানের কবিতা ও তার ছন্দ বিশ্লেষণঃ চার***************
গানঃ কন্যা তুমি
কবিঃ শাহানারা রশিদ
প্রকাশিত তারিখঃ ১৩/১০/২০১৭
-----------------------------------------------------------------------------------
গানটির কাঠামোঃ
আস্থায়ীঃ
ভালবাসার রঙিন চাদর জড়িয়ে নিয়ে গায়ে
কন্যা তুমি নূপুর বাঁধো রাঙা দুটি পায়ে ।
কষ্ট থাকুক তবু জীবন সুখেই কেটে যাবে ।।
অন্তরাঃ
দুষ্টু বাতাস অঙ্গনেতে খুনসুটিতে এলে
কন্যা তুমি দিয়ো তখন মনের পেখম মেলে ,
দুখের মাঝেও কল্পরেখার বার্তা ঠিকই পাবে ।।
সঞ্চারীঃ
মেঘবালিকা ঢালবে যখন সুরের অঝোর ধারা
সুধায় মিশে তখন তুমি হ'য়ো বাঁধনহারা ।
আভোগঃ
স্মৃতির আঁচল বিছিয়ে দিয়ে সবুজ পথের ধারে
মন মানুষের সাথে যেয়ো গোপন অভিসারে
মনদরদী মিষ্টি তোমার মনটাকে রাঙাবে ।।
*** গানটি কাঠামো মেনে লেখা হয়েছে। এককথায় গান রচনায় কোনো খামতি নেই।
-----------------------------------------------------------------------------------
পর্ব ও মাত্রা বিভাজনঃ
ভালবাসার /রঙিন চাদর /জড়িয়েছি /গায়ে =৪/৪/৪/২
কন্যা তুমি /নূপুর বাঁধো /রাঙা দুটি /পায়ে ।=৪/৪/৪/২
কষ্ট থাকুক/ তবু জীবন /সুখেই কেটে/ যাবে ।=৪/৪/৪/২।
দুষ্টু বাতাস /অঙ্গনেতে /খুনসুটিতে/ এলে=৪/৪/৪/২
কন্যা তুমি /দিয়ো তখন /মনের পেখম /মেলে , =৪/৪/৪/২
দুখের মাঝেও /কল্পরেখার /বার্তা ঠিকই/ পাবে ।।=৪/৪/৪/২
মেঘবালিকা/ ঢালবে যখন /সুরের অঝোর /ধারা=৪/৪/৪/২
সুধায় মিশে /তখন তুমি / হ'য়ো বাঁধন/হারা ।=৪/৪/৪/২
স্মৃতির আঁচল/ বিছিয়েছ/ সবুজ পথের/ ধারে=৪/৪/৪/২
মন মানুষের/ সাথে যেও/গোপন অভি/সারে=৪/৪/৪/২
মনদরদী /মিষ্টি তোমার / মনটাকে রা/ঙাবে ।।=৪/৪/৪/২
*** কবি এই গানের কবিতাটিকে ঠিক ঠিক স্বরবৃত্ত ছন্দ বলে উল্লেখ করেছেন।
‘জড়িয়ে নিয়ে’ ও ‘বিছিয়ে দিয়ে’ ৫ মাত্রা আছে। তাই যথাক্রমে জড়িয়েছি ও বিছিয়েছ করা হয়েছে।
-----------------------------------------------------------------------------------
ছন্দ বিশ্লেষণঃ
ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল সমস্তই ১ মাত্রা।
পর্ব- পূর্ণপর্ব ৪ মাত্রার, অপূর্ণ পর্ব- ২ মাত্রার। অতি পর্ব- নেই।
পঙক্তি- এগারোটি। প্রথম ও দ্বিতীয় পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক। তিনটি পূর্ণ ও একটি অপূর্ণ পর্ব নিয়ে গঠিত। (৪+৪+৪+২)
লয়- মধযম
বিশেষত্ব- গানের কবিতায় ছন্দ ও কাব্য বোধের নমুনা আছে।
-----------------------------------------------------------------------------------
গানের কবিতার অর্থ-
কবি কন্যাকে ভালোবেসে এই গানের কবিতাটি লিখেছেন। একটি কন্যার রঙিন জীবনের কথা এখানে লিপিবদ্ধ হয়েছে। এখানে কন্যার বাঁধনহারা প্রাণের সাড়া মেলে। ভালোবাসার বন্ধনে নারী মন যে কতটা রঙিন হয়ে ওঠে, তা এই গানে স্পষ্ট।
----------------------------------------------------------------------------------
গানের কবিতা ও ভাব-
খুব সুন্দর।
-----------------------------------------------------------------------------------
অন্ত্যমিল-
খুব ভালো।
-------------------------------------------------------------------------------
বানান-
যেয়ো > যেও
বাকি ঠিক আছে।
------------------------------------------------------------------------------
আবেদন-
এই সাইটে নিয়মিত লিখুন। তাহলে অন্যেরা শিখতে পারবে।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন।