*************গানের কবিতা ও তার ছন্দ বিশ্লেষণঃ তিন***************
গানঃ আমার এ গান
কবিঃ লক্ষ্মণ ভাণ্ডারী
প্রকাশিত তারিখঃ ৬/১০/২০১৭
-----------------------------------------------------------------------------------
গানটির কাঠামোঃ
আস্থায়ীঃ
আমার এ গান  আকুল করা প্রাণ
জীবনে জাগায় চেতনা।
গানে আমার জীবন গানেতে মরণ
গানে পাই বাঁচার ঠিকানা।
অন্তরাঃ
যত দিন বেঁচে রব আমি এই দুনিয়ায়,
গান লিখে যাব গীতি কবিতার পাতায়।
সঞ্চারীঃ
গান গাইতে পারি না একা,
তাই এই গীতিকবিতা লেখা,
আভোগঃ
গান আমার সান্তনা, গানে পাই প্রেরণা
আর পাই আমি সমবেদনা।
*** গানটি কাঠামো মেনে লেখা হলেও গানে বেশ কিছু অসংগতি আছে।
ক) অন্তরাতে সেতুবন্ধ পঙক্তির দরকার।
খ) অন্তরা ও আভোগে পঙক্তির অভাব ঠেকেছে। আভোগে দ্বিতীয় পঙক্তিকে সেতুবন্ধ পঙক্তি ধরলে প্রথম পঙক্তির সাথে অন্ত্যমিল যুক্ত আর একটি পঙক্তির প্রয়োজন।
তাছাড়া সঞ্চারীও নিয়ম মেনে লেখা হয়নি।
-----------------------------------------------------------------------------------
পর্ব ও মাত্রা বিভাজনঃ
আমার এ গান  /আকুল পরান = ৬+৬
জীবনে জাগিয়েছে চেতনা। = ১০
গানে) আমার জীবন /গানেতে মরণ = ৬+৬
গানে পাই বাঁচার ঠিকানা। = ১০


যত দিন বাঁচি / এই দুনিয়ায়, =৬+৬
গান লিখি গীতি কবিতায়। = ১০


এ গান গাইতে /পারিনি তো একা, =৬+৬
তাই এ গীতিকবিতা লেখা, =১০


গানই) মোর সান্তনা,/ গানেই প্রেরণা = ৬+৬
গানেতে পাই সমবেদনা। =১০
*** কবি এই গানের কবিতাটিকে অপ্রচলিত/নিজস্ব  ছন্দ বলে উল্লেখ করেছেন। কিন্ত অপ্রচলিত/নিজস্ব  ছন্দ বলে কিছু হয় না।। গানটি মাত্রাবৃত্ত ছন্দে আছে। (৬+৬+১০) মাত্রায়।
-----------------------------------------------------------------------------------
ছন্দ বিশ্লেষণঃ
ছন্দ রীতি- মাত্রাবৃত্ত ছন্দ
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল সমস্তই ২ মাত্রা।
পর্ব- পূর্ণপর্ব  ১০ মাত্রার, অপূর্ণ পর্ব- ৬ মাত্রার। অতি পর্ব- ২ মাত্রায়
পঙক্তি- আটটি। প্রথম ও দ্বিতীয় পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক। একটি পূর্ণ ও দুটি অপূর্ণ পর্ব নিয়ে গঠিত। (৬+৬+১০)
লয়- ধীর
বিশেষত্ব- নেই
-----------------------------------------------------------------------------------
গানের কবিতার অর্থ-
কবি গানকে ভালোবেসে এই গানের কবিতাটি লিখেছেন। এ গান তার জীবনে চেতনা জাগায়। এই গানই কবির বাঁচার ঠিকানা। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন- যতদিন তিনি বাঁচবেন ততদিন তিনি এই আসরে গান লিখে যাবেন।
----------------------------------------------------------------------------------
গানের কবিতা ও ভাব-
মোটামুটি ঠিকই আছে।
-----------------------------------------------------------------------------------
অন্ত্যমিল-
চেতনা - ঠিকানা, দুনিয়ায় - পাতায়, একা - লেখা, প্রেরণা - সমবেদনা, গান-প্রাণ, জীবন- মরণ
অনেক ক্ষেত্রেই শুদ্ধ অন্ত্যমিল মানা হয়নি।
-------------------------------------------------------------------------------
বানান-
সান্তনা> সান্ত্বনা
বাকি ঠিক আছে।
------------------------------------------------------------------------------
পরামর্শ-
এই সাইটের আলোচনা বিভাগে প্রকাশিত ছন্দ বিষয়ক লেখা গুলি পড়ুন।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন।