ভিতু পায়ে পায়ে এগিয়ে চলেছি
শব্দ মিলেছে দূরে;
বন্ধ হয়েছে সব আনাগোনা
দেখেছি নীরব সুরে।
নিয়ত আলোয় সড়কের পাশে
আলো আঁধারের খাঁদ;
ফুটপাথে শুয়ে একখানা ঢেউ।
নীরব আর্তনাদ!
খিদে পেটে ঘুম আজ নেই বুঝি
পেয়েছি রাস্তা ঘুরে।
কচি কচি হাত চারিদিকে ছোটে
আপ্রাণ চেষ্টায়;
ফাটল ধরেছে মনের গভীরে
বুক ফাটে তেষ্টায়।
শহর ঘুমায়, ছুটেছে নগরী
ফুটপাথ অন্তপুরে;
-----