ফুল তুলিতে ফুল বাগানে তুমি আমার হও
ফুলের পাতায় মুখ লুকিয়ে, লুকিয়ে কথা কও।
তোমায় চেয়ে ভোরের বেলা আসি ফুলের তলা
রাত জাগিয়া ভাবি বসে কি কথা যায় বলা
তোমার নামে দিন কাটে যে পাবার বাসনায়
ফুল তুলিতে বেলা কাটুক খানিক তুমি রও
ফুলের পাতায়---
ফুল ফুটেছে গাছের শাখে মল্লিকা মালতি
হলুদ রাঙা ফুল ফুটেছে বাগানে শ্রীমতী
তোমার মাথায় ফুল গুজিব সোহাগেতে আজ
খানিক তুমি কাছে আসো চুল এগিয়ে দাও
ফুলের পাতায়---