একদিন বাড়ি যাবে তুমি-
সকালেই করো পরিপাট;
'একখানি বই এনো আজ'
ফোন করো বসে রানাঘাট।


গল্পের মোটা বইখানি-
নিয়ে গেছি ছুটে তোমাতেই;
বসে বসে পড়বে ট্রেনে-
সব কিছু পড়ো গুছিয়েই।
সেই বই তোমাতেই আছে-
কী করেছ তনু আজ তার!
তোমার ও আলমারি রেকে
পায় বুঝি শোভাটি তাহার।
আমাকেই ভুলে গেছ তুমি
অনাদরে ভুলেছ ললাট।


কোনোদিন চাইব না বই
বই হয়ে ওই ঘরে থাক
তোমার সকল কথাগুলি
গোপনেতে শুনবে সজাগ।
একদিন বলে ছিলে তুমি
এই বই ফেরৎযোগ্য;
কতদিন কেটে গেছে আজ
আজ মনে শুধু উপভোগ্য।
তার দিকে একবার চেয়ে-
সমাদরে প্রণয়ের হাট
       ------