কতদিন দেখা নেই তনু!
মনে পড়ে সেই সব দিন;
আমি তুমি ঠাকুরের দেশে-
ভালোবেসে চির অমলিন


কত কাছে তুমি ধরা ছিলে!
কত ভালো সেজেছিলে তুমি;
খুশিতেই হেসে উঠেছিলে
কবেকার যেন চেনা ভূমি।
সব দেখি আবেগের সুরে-
কিছু তার বাকি আছে ঋণ।


ফিরে এসে তুমি কথা দাও-
এভাবেই চিরদিন যাবে;
কতকিছু কিনেছি সেদিন
ছাতা কিনে দিই উৎসবে।
আমি তুমি আসব আবার
সে আশায় কেটে গেছে দিন।