আমার ভীষণ ভয় হত প্রিয়
পথ হেঁটে কাছে আসতে!
কখনো ফিরিনি যদি এসে যাই
নিজেকেই ধরে রাখতে।
সেই মনেতেই বড়ো হয়ে গেছি
ফ্রক ছেড়ে পরি শাড়ি;
সেই সেদিনেই তোমার সাথেতে
প্রেমের দেশেতে পাড়ি।
বুঝিনি তখন কাছে এসে তুমি
এতটাই ভালোবাসতে।
নতুনজীবন নতুন সে পথ
রঙিনজীবন শুরু;
যখন তুমি গো থাকতে না কাছে
বুক করে দুরু দুরু!
এই পথ বেয়ে গোপনে হেথায়
তুমি জানি কত আসতে!
পথে পথে ছিল গোপন ছন্দ
নতুন আবেগ মাখা;
তনু মন যেন গোপনে কাঁপিত
প্রিয় চুম্বনরেখা।
নতুন দিনের সেই গান লিখে
আমার চোখেতে ভাসতে।
-------