এসো এসো এসো আমার প্রাণের সদাগর
তোমার সাথে কইব কথা পানসির ভিতর।


হৃদয় মাঝে ছুটছে আজি বসন্তের হাওয়া
মন যমুনায় আজকে বুঝি তোমায় কাছে পাওয়া।
বলব কথা কানে কানে, ধরব জড়ায় গলা-
চোখের পানে চাইয়া থাকি আজকে নিশিরবেলা
মনেতে মেশাব মন আর অন্তরে অন্তর!


ছুটবে এ নাও দুলে দুলে কমল কমল ঢেউয়ে-
আঁখির কোণে সুখের পিরিত ঝরবে বুঝি বেয়ে;
ভুলে যাব আসবে রাত, আসবে কখন ভোর
আমার চুলে বেঁধে রাখি তোমার মনের দোর।
মধুর হয়ে থাকবে আজি পানসির বাসর।