বাতাসে বাতাসে ভাসে বসন্ত সোহাগ
এসো বন্ধু দূর করি মনে অনুরাগ।
আজকে খুশির দিন মনেতে আমার
চারিদিকে বহে কত প্রেমের বাহার
এমন বসন্ত দিনে দেব না যে ভাগ
এসো---
বহিছে ফুলের ধারা যৌবন বাতাস
তোমার প্রতীক্ষা সাথে কাটে বারোমাস।
আজিকে তোমার সাথে নিশিথে সজাগ।
এসো--