এসো আজ রং মাখি
আমি তুমি মিলে;
তোমার বসন মাঝে
রং দিব ঢেলে।
তোমার বদন মাঝে
রূপের এ শোভা;
আমি তারে সাজাব ই
দিব রং আভা।
শত রং ঢেলে দেব
তোমার আঁচলে।
আকাশেতে আছে রং
বাতাসের গায়;
কত রং মেখে তারা
দেবে পরিচয়।
আমার চোখের 'পরে
আলোর এ মালা;
তোমাকে সাজাব আজ
পরান উতলা।
একবার চেয়ে দেখো
মুখখানি তুলে।