এসেই যখন পড়েছ আজকে
চুমু খাও, চুমু খাও, চুমু খাও!
অধীর দিনেতে কেটেছে বেলাটি
একলা আমার এই ঘরে;
তোমাকে দেখেছি জানালার কাচে
হাওয়া ছিল নীরব উত্তুরে।
আবার অজানা মোহর দুয়ারে
আবার আবার আমাকে জড়াও।
চুমু খাও--
এই যে গলাটি তুলে ধরি আমি
বেয়ে ওঠো তাকে নিয়ে;
আজকে তোমায় ছাড়ব না আর
থাকব পলক দিয়ে।
আমার শরীরে তোমার আগুন
আমাকে আজকে খানিক জাগাও।
চুমু খাও----
-------