ও বন্ধু আমার মনের ভেলায়-
আজকে এসেছ বসন্তবেলায়।


আমার মনের ঘরে ফোটে ফুল
তোমায় দেখতে হয়না যে ভুল;
আমার মনে তোমার সুর গায়।


বসন্তের এ বাতাস লাগে মিঠি
তোমার বুকে লিখি আমার চিঠি
গোপন কথা আর কি বলা যায়!