এসেছি আমি তোমার কাছে
বসতে আমায় দাও;
তোমার তনু দেখব চেয়ে
আমায় কাছেতে নাও।


ওই বাহারি লাজুক মুখে
কত আছে মন শোভা;
তোমার ওই বসন পরে
আমি কেন মনোলোভা।
মুখ ফিরায়ো না গো বন্ধু
একটু দেখতে দাও।


তোমার সাথে কইব কথা
জানব তোমার বাড়ি;
আবার কবে দেখব চেয়ে
আবার কবে এ আড়ি।
সোনা মুখে কথা বলো তুমি
আমার পানেতে চাও।
     ------