এসে দেখে যাও আমার ঘরেতে-
তুমি আছো আর তুমি;
তোমার ললাটে মধুর স্বপন
সেই মন আজ চুমি।
একদিন তুমি বাসর সাজাতে
আনিতে মনের ফুল;
আজ তাই খুঁজি আকাশেতে চেয়ে
খুঁজেছি নদীর কূল।
আমার বাগানে হরেক কুসুম
তবু যেন ফাঁকা ভূমি।
তোমার ও ছবি কথা বলে আজ
চোখের পানেতে চেয়ে;
তাকিয়ে থেকেই বিভোর হয়েছি
দু'চোখ গিয়েছে ছেয়ে।
আজ তাই ভেবে কেঁদে উঠি একা
স্বপন দেখি যে আমি।
-----