এমনে সাজাব আজি বালিকাচরণ
নখেতে মাখাব রং সাথেতে যতন!


নবীন কুসুম দুটি দেখেছি ও পায়ে;
আঙুলে কুসুম হার লাগে তার ছায়ে।
দশটি আঙুলে দিব দশটি ও হিরা
তোমার চরণ আজি মনের মন্দিরা।
পাতাতে খুলিবে জানি শতহার মন।


ওই পায়ে হেঁটে চলো ঝুমঝুম নাদে,
আমি শুধু চেয়ে আছি আনন্দ বিষাদে
পদ্মটি ফুটেছে যেন আজি জলভাগে;
তোমার চরণ দুটি দেখি অনুরাগে।
আমার সকল আশা সপেছি এখন-
                 ------