এমন কুসুমদিনে মেঠোপথ পার হয়ে
আসে কেউ;
কোনো সে ভাদর কালে, শ্রাবণের আলাপনে
নদী ঢেউ।


টলোমলো হাত নিয়ে আধো কথা্র সাথেতে
আলতো এ ছোঁয়া দিয়ে কত কথা নিয়ে এলে
দরজার কাছে এসে
এ চোখেও।


আমার চোখে স্বপন মন ঘরে রূপকথা
কত যে শব্দ ওঠে আমি বসে থাকি সেথা
গোপনেতে কথা বলে
বুঝি সেও।
      ------