এমন কথা কেউ কোনোদিন বলেনি তো আগে-
আমি এখন ভাসছি দেখো বন্ধুরও সোহাগে।


বন্ধুর সাথে আলাপ হল সেদিন অকস্মাৎ-
সেদিন থেকে বন্ধু আমার জানাই সুপ্রভাত;  
আমিও আলাপে বলি আমার কত কথা-
ও কথা না হলে বুঝি কেমন কেমন লাগে
এমন কথা কেউ কোনোদিন বলেনি তো আগে (২)


বন্ধু আমার আসেনি তো  চণ্ডীপুরের বাড়ি,  
ফেসবুকেতে দেখেছিল আমার সবুজ শাড়ি;
আমায় দেখে বন্ধু আমার লিখিয়াছে গান-
বন্ধুর কথা ভেবে এখন সকালে ঘুম ভাঙ্গে
এমন কথা কেউ কোনোদিন বলেনি তো আগে (২)


বন্ধু থাকে আমি থাকি রাস্তা অনেক দূর-
বন্ধুর কাছে আমি পাঠাই তানপুরার ওই সুর
দুঃখ বুঝি একটা আছে বন্ধু কতদিন!
বন্ধু কেন আজকে আমার ভিতর ঘরে জাগে
এমন কথা কেউ কোনোদিন বলেনি তো আগে (২)