এমন বরষা দিনে কোথা যাও প্রিয়!
ঝরিছে বাদলধারা প্রেম দিয়ে যেও।


আনেক তাপের পরে নবীনবরষা
প্রিয়াহীন বুকে আমি পেয়েছি যে ভাষা;
আমার পথের পরে ও পলক দিও।


ঘন মেঘ চারিদিকে ডাকে গুরু গুরু
আজিকে বাদল আসে মনে প্রেম শুরু।


গাছের পাতার 'পরে বাদলের ধারা
তোমাকে ভাবিয়া আজ হই মনোহারা।
এমন মধুর কালে সুরে গান গেও।