পিছনেতে চুলগুলি ছড়িয়ে দিয়েছ-
ওই মেয়ে তুমি আজ নজরে পড়েছ।


আজ পথে যেতে যেতে দেখেছি পিছন থেকে-
বুঝি বা কে যেন নাম ধরে গেছে ডেকে;
মুখটি ঘুরিয়ে তুমি সেই কথা শুনেছ।


আমি গেছি পিছে পিছে তুমি গেছ আগে-
সেই চুলগুলি সব দেখি অনুরাগে।
এলোচুলে কেন আজ এত তুমি সেজেছ!