একুশ আমার সময়ের ভাষা
মা বলেই তাকে ডাকি;
একুশ এলেই বুকেতে কষ্ট
ভিজে যায় এই আঁখি।
একুশ এলেই মায়ের ও চোখে
ঝরিবে অশ্রুধারা;
একুশ এলেই সোনার বাংলা
ব্যথায় পাগলপারা।
একুশ আমার ব্যথাভরা পূজা
কেঁদে যায় মনপাখি।
একুশ মানেই রক্ত গোলাপ
শিমূলপলাশ লাল
রক্তেতে কেনা এ বর্ণমালা
থাকবে সে চিরকাল।
একুশ আলোয় স্বপ্ন আমার
সেই অপেক্ষাতে থাকি।