এখন একটু সময় পাব
দুচোখ ভরে কাঁদতে;
এবার একটু আড়াল দেব
গোপন মনে বাঁধতে।


এবার চলব সমুখপানে
নেই তো পিছুটান
এবার মরণ আসলে কাছে
করব না অভিমান।
এবার তোমাতে আমার সকল
ক্যানভাসে আঁকতে।


এবার আমার কতই সময়
নীরবে থাকার কাল
তোমার কাছে নবীন বৈশাখ
আমার শ্রাবণকাল
একার ঘরে থাকব একা
একা একা আমি সাজতে।