একদিন ভুলে যেতে হবে সব
ভুল হবে প্রিয়জন;
থাকবে না কোনো কথা মন জুড়ে
ভুলে আপনার মন।
মা-বাবা, ভাই বন্ধু, শিশুর মুখ
সব স্নেহ ভুল হবে;
প্রকৃতির নিয়মেতে আসা জানি
কেউ কোথা নাহি রবে!
ফেলে আসা সেই সব দিনগুলি
ভালোবাসাবাসি পণ;
যেই গাছে আজ ফুটে আছে ফুল
একদিন যাবে ঝরে;
সময় কাটানো সুখের দিনের
মনে নাহি আর পরে।
সংসার মায়ায় মিশে গেছে আজ
কান্না আড়ালে এখন।