একদিন রাত জেগে বলি কত কথা-
তুমি ছিলে আমাতেই সে রজনি সেথা।
আমি তুমি দূরে থাকি নিশিরাত আসে
নানা কথা, কথামালা আমদের পাশে।
এমন শীতের কালে এ পৌষের দিনে
সারারাত কথা বলি দুজনে গোপনে।
আমার মনের মাঝে তুমি অনুরাধা।
মনেতে কথার রাশি, মনে অনুরাগ
ভালোবেসে পারি দিব মনেতে সোহাগ।
কত যে দিনের কথা ভালো-মন্দ মিশে
তোমাকেই শোনাতেম আমি অবশেষে।
তুমিও বলিতে মোরে কথা কথকতা
--------