একা একা বসে আছ পলাশের তলে
পলাশ শোভিছে যেন আপনার গলে।


কোন সে কারণে বলো ওহে অপরূপা!
আঁখিদৃষ্টি দেখি যেন প্রিয়তি স্বরূপা
আঁখি যেন ভেসে গেছে নয়ন কাজলে
পলাশ---


তনু পানে চেয়ে দেখি হাত দুটি কাঁপা
কেশজ তুলিয়া হাতে বাঁধিয়াছ খোঁপা
পলাশ পাপড়ি নাও সোহাগ অঞ্চলে।
পলাশ---