আমাকে এক পশলা বৃষ্টি দিতে পারো!
তোমাকেই বলছি তোমাকে;
সকল সুখ আজ আড়ালে ঢেকে
আজ আমি নিশানায় নেই কারো।
এখানে ঘামের দিন এখানে অশান্ত রাত
ঘিরেছে অনিশ্চয়তা জীবন্তউল্লাস
রাত ভরে কত চিৎকার অরণ্যের
পাথর খাদানের শব্দ উচ্চৈঃস্বরে আরো-
এখানে নিরন্ন পেট যাপনের জ্বালা
এখনে উন্মাদের হাজার উদ্দামতা
দিগন্তে দিগন্তে নীরব বিভীষিকা
আজ ইচ্ছা করেই একবার আমার কাছে হারো।