এই রাত কেন নীরব জানি না
ঘরেতে আজ মন বসে না।
তুমি যদি পাশে থাকো মোর-
জেগে থাকি আমি নিশিভোর
নেই ঘুম এ চোখে তোমায় ভেবে
জেগে থাকি মনে হয় কলরবে।
কেন আজ চোখের স্বপ্ন মানি না।
রাত বুঝি হয়েছে নীরব;
থেমেছে এখানে সব কলরব!
একলা ঘরেতে আমি খুঁজেছি-
জানালায় আঁখি জল মুছেছি
কেন চোখে আজ মোর ঘুম আসে না।