এই মন আজ চায় যে ভালোবাসিতে
দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নীরব হাসিতে।


আমাকে জাগিয়ে তুমি কোন দূরলোকে;
নয়ন জুড়ায় শুধু চেয়ে ওই চোখে।
আমি যে নীরব থাকি ওই প্রিয়তিতে।


অবেলায় অজান্তেই নয়নে নয়ন;
আমি শুধু চেয়ে গেছি অতি সে শোভন।
আমার হৃদয়ঘরে সুস্নাত রাখিতে।
         ---------