এই খাটে তোর বাবা মরেছিল
এই খাটে ম'ল মায়;
এই খাটে তোর বড়ো ভাই ম'ল
এ খাট রাখিব নাই।
অনেক যতনে খাটখানি ছিল
আমার ঘরের মাঝে;
কত আনন্দে কাটিত সময়
খাটখানি লয়ে সাথে।
সারাটি বাড়িতে একখানি খাট
একটি বসার ঠাই।
খাটখানি নিয়ে কত কথা আজ
মনে পড়ে নীরালায়;
ওর বাপে ওই খাট করেছিল
কত টাকা খরচায়।
শেষকালে তাই বেঁচে গাছগুলি
সেগুনের গাছ দুটা;
শখ করে তাই খাট করেছিল
শুতে শেষ দিন ক'টা।
সকলে আসিত আমোদে জুটিত
ছেলে-বুড়ো সব্বাই।
------