এই বুঝি মোর খবর আজি আসে
একা) চলে যাব কেউ রবে না পাশে।
মাতা পিতা, বধূ পুত্র আর প্রিয়জন
সব থাকিবে হেথা যারা ছিল আপন;
খেলিবে হাসিবে সবে-
নবীন প্রেম কলরবে
আমি চলে যাব নিজ বাসে।
দূরের পথে মেশে কত তারা
সকল পথে পারি দিব হারা;
গাছেগাছে নতুন পাতা ফুল
আনন্দে ফুটিবে কত বকুল।
ধীরে ধীরে ভুলে যাবে মায়া
থাকবে পিছে গৃহদ্বারে ছায়া;
কেউ বুঝি আর ভাবিবে না মোরে-
আমার খবর মেলাবে রাতের গভীরে
সামনে তারা কাঁদবে জানি আড়ালেতে হাসে।