তুমি প্রিয় এসো আজি এ গোধূলি কালে-
তোমাকে আজ ডাকি কাছে ফাগুন কপালে।


চারিদিকে চেয়ে দেখো ফাগুনের শোভা-
আমার মনে তোমার চাওয়া বড়ো মনোলোভা;
তাই তোমাকে ডেকে গেছি গোপনে আড়ালে।


আমার এ ঘর শূন্য আজি চাঁদ উঠেছে শুধু
এমন সাঁঝে এসো প্রিয় এই পরানের বঁধু।
চলো প্রিয় ঘুরে আসি এবার বরিশালে।