এ বুকেতে কেন আজ পাথরের ব্যথা,
বন্ধ কেন দেখি আজ এ মুখের কথা
কিছুইতো বুঝিতে পারিনি।


আজ বুঝি মনে হয় কিছুটি হারাবে-
মনে কেন সেই কথা আজ লেখা রবে।
তবুও আমি আশা ছাড়িনি।


আমার ঘরেতে আজ পাখি ডেকে গেছে
কপালে জানিনা কী বা আজ লেখা আছে।
কোথা যেন আজ আমি ঋণী।