দেখি তোমায় দুটি নয়ন ভরে-
স্বপ্ন আলোয় শুধুই মনে পড়ে।


মেঘের পরে মেঘ জমেছে ভালো
ভেসে গেছে অজানা পথে আলো
আমি গেছি হাসির পথে আজ
তোমার মনে জমে কত কাজ
একফালি চাঁদ দেখি কোথায় ঝরে।


নীরব রাতের নির্জনতায় তুমি
চাঁদের কণা আকাশ পথে ভূমি
হাসিকান্না বয় যে সমতলে।
কেমনে সে কান্না থামায় ছলে।
তোমায় রাখি, রাখি আপন করে।