দূরে বরষার মেঘমালা-
আড়ালে সূর্যের দীপ্তি;
সম্মুখে নদী নির্ঝর
দিনের পরে অনুতৃপ্তি।
মাস পরে মাস আসে বুঝি-
দিন পরে দিন চলে যায়;
পৃথিবীতে জলের নিশানা
জমা করি আমার হৃদয়।
হাসিমাখা চোখ দেয় উঁকি
জমে সেই হৃদয়ের স্মৃতি;
ধীরেতে মন ভারাক্রান্ত
টুপটাপ বড়ো ব্যথাতুর
সাহসের মন্দাক্রান্তা
চোখের জল ওই সুদূর।
লক্ষ বছরের যুদ্ধ
নিস্তেজ ক্ষয়ে গেছে ইতি।