আজ অন্ধকার আসে, আলো নিভে যায়-
অনেক গোছানো কথা দেখেছি সন্ধ্যায়;
খেলাঘরে নামে রাত
দুজনেই কুপোকাত!
এমন নীল আঁধারে দু'য়ে অসহায়।
আমি তুমি আছি জেগে;
ভালোবাসা অনুরাগে
নব প্রাণে নব সাজে নব মহিমায়।
দূরে দূরে সুর গান-
পলাশের মালা দান;
দেব আজি তুলে এনে প্রেমেতে গলায়!
আমার ঘরেতে এসো
অছিলায় ভালোবাসো-
দুজনে বলিব কথা লগন বিদায়।