আজকে যখন ফ্রিজ খুলেছি
ডিপফ্রিজে অমরনাথ;
দূরের পথের বরফ ঠাকুর
জানিয়ে গেল সুপ্রভাত!
এখন বাড়ির ফ্রিজ চলে-
দিনেরাতে এক নাগাড়ে;
বরফঠাকুর একই রকম
ভক্তি মনে বাহারে!
তাইত ভাবি, ঈশ্বর নয়
বিজ্ঞানেরই আশীর্বাদ।
অমরনাথের জন্ম অমর
প্রকৃতি গুণে সত্য;
মানুষ খোঁজে মিথ্যা শুধু-
প্রণাম ঠোকে নিত্য!
মানুষ যদি বুঝত এত
সেই পথেতে কুপোকাত!
-----