ঘরের দুয়ারে আপনার মনে
বসে আছ শেষবেলায়;
দিনখানি গেছে কত অবসরে
মিশেছ শান্ত খেলায়।


এসেছে বাদল দুয়ারে শ্রাবণ
তোমার উঠান ভেজা;
শান্ত কমল নয়নের পরে
চেয়ে আছে শুধু দেখে যা!
অবসাদকালে গালে দিয়ে হাত
ভাবিছ আকাশ মেলায়।


পাশাপাশি ঘর সন্ধ্যার বাতি
জ্বলেছে মনের দীপ;
বর্ষাবাতাস বয়ে গেল ধেয়ে
ফুলের বাহারে নীপ।


একবার শুধু চেয়েছ আমাতে
তোমার স্বপনসুখে;
সেইপথ পানে ওই চেয়ে থাকা
যতনে রাখিব বুকে।
এভাবেতে দিন চলে গেল শেষে
মিশিল কতই হেলায়।
     ------