দিনের টানে রাত চলে যায়
বছর মাসের পরে-
দেখতে দেখতে চলেছি আমি
নতুন আশার ঘরে।


নতুন বছর নতুন দিন
ভাষার পথে উজান;
হিসাব সকল দূরেই থাকে
জীবন প্রতিদান।
আমার জীবন কাটাই প্রিয়
শুধুই তোমার তরে।
দেখতে দেখতে---


-----
-----