দিঘলকালো মেঘের তলে পালক দিয়ে পা ধোয়াব;
যতন করে ফুলের সাজে হাসের রঙে ঘর সাজাব।


আবার তুমি কথা বলো বাঁশের বাশি গানের সুরে-
নদীর ধারে গোপনবাতি জ্বালিয়ে রাখি অনেক দূরে।
তোমার নিয়ে পঞ্চপ্রদীপ গাঙের জলে ভাসিয়ে দেব।


এখন তুমি রাস্তা হাঁটো হাতটি ধরে আমার সাথে,
বাঁশের সাঁকো পেরিয়ে যাব আমরা দু'জন মধ্যরাতে।
চুপিচুপি ঝরনাধারায় জলের মাঝে পা দোলাব।


ছোটোনৌকা ভাসিয়ে দেব মনফুল্লরা অচিনকূলে-
তোমার খোঁপা বেঁধে দেব হাজার রকম বনফুলে।
হাওয়ার সাথে মিশে আমি আপন সুরে গান শোনাব।