ধূসর পথেতে জীবন আমার বিষাদযাপিত দিন
স্রোতধারা বহে এই বুক মাঝে তোমার কাছেতে ঋণ।


ভোরের শিশির সিক্ত করেছে শুকায়ে গিয়েছে মন;
সব ভালোবাসা দাঁড়িয়ে যে আছে রূপালি চাঁদে কখন।
আমার জীবন ঢেকে গেছে আজ কঠিন ধুলার ঝড়ে-
পরাজয় সাথে গ্রহণ করেছি গ্রহণ হৃদয় ভরে।
সবুজ মনের সকল আঁধার আজিকে যাতনা বীণ।


হয়ত আবার দাঁড়াব যে ঘুরে দুঃসহ দিন কাটবে;
মাটির উঠানে পূর্ণিমা চাঁদ আবার বুঝিগো হাসবে।
তোমার সকল স্মৃতির ধারা ভাগ করে নেব মনে-
তোমার সকল রচনা যাপন রাখিব মনের কোণে।
বুকের আগুন থিতিয়ে যাবেই পলির মতো নবীন ।