তোমার ফোনে কান রেখেছি একলা ঘরে বসে-
বলতে পারো বৃষ্টিরানি সে আমার কোন দোষে।
সত্যি বলি, মেঘের সাক্ষী ধরি চাঁদের পা
তোমার সাথে কোনো দিনও দেখা করব না।
এমনি তুমি দূরেই থেকো দূরের মনে সাথি!
তোমার মনের সবুজকথা আমার অতিথি।
এখন তুমি মনের ঘরে আপন মনের রোষে।
এমন দিনও আসবে জানি মেঘবালিকা রোদ
আমার ঘরে কাব্য ছুটি, তোমার প্রতিশোধ!
শেষ বিকালে ফিরবে বাড়ি তুমি হবে ধন্য
হিসাব করে করছ এসব বলতো কার জন্য।
অন্যকথা শুনলে পরে বুকের আঁচল খসে।
----------