আমি তোমাতে প্রণয় করি
তোমাতে আদর করি
তোমাতে রচিব আজি
মোর সংসার;
মধুর মাধবী সাথে
জাগিব মোহর রাতে
রাখিব হাতটি হাতে
অনন্ত বাহার।


বন্ধু এসো মোর কাছে
কত কী বলার আছে
বলিব যতনেতে তোমার।


ধরা দিও মোর হাতে
কেশ বাঁধি যতনেতে
করি আজি অঙ্গিকার!


তোমারে প্রেমের ধারা
রূপ দেখে আমি হারা
ডুবিব এ মোহনাতে
করিও উদ্ধার।