ও তুই এমনি করে দেখলি কেন বল!
পথের ধারে আমার চোখে কেন করলি ছল।


পলাশ ফুলের বনের ধারে-
তুই তাকালি বারে বারে
সেই চোখেতে বিঁধল আমার চোখ;
আমার মন শিমূল ফুলে
দেখলি রে তুই সকল ভুলে
তুই দেখিলি আর দেখিল লোক।
আমার শুকনো চুলে তুই কেন দিলি জল।


মাদল মাজে মনের ঘরে
লাল ফিতা চুলের পরে
প্রেমের পরব আমার মানাই না;
ছোট্ট আমার গায়ের মাঝে
গতর খাটি সকাল সাঁঝে।
চোখের পানে কেউতো চাইনি রে-
কেন তুই জুড়ে দিলি আমার রূপোর মল।