তুমি বুঝি আজ দেখা দিয়ে গেছ আমার হৃদয় দ্বারে;
ঘুরিয়া ঘুরিয়া চোখের নজরে দেখে গেছি বারে বারে।


সকালের সেই শান্ত বেলায় তোমার সাথেতে দেখা-
রঙিন পোশাকে আমাতে চেয়েছ তুমি ছিলে বুঝি একা।
বলেছ হেসেছ দেখেছ মেলেছ তোমার নয়নখানি
বিশুদ্ধতার আলোক পেয়েছি ওগো আবেগের রানি।
তোমার মুখের সুখের বাতাসে আমি বুঝি অভিসারে।


দেখি আর ভাবি, শুনি আর বলি- তুমি কত সুন্দর
তোমার রূপের গুণগান গাই তোমার এ অন্তর
এসো আজ প্রিয় একটু কাছেতে আবেগে ভাসাব গা;
তোমার হাতের নরম তালুতে হাত আমি দেব না।
আজকে তুমি যে ভরিয়ে দিয়েছ আমার ভিতর পারে।